ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

চুনারুঘাটে তাঁতী লীগ সভাপতির গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
চুনারুঘাটে তাঁতী লীগ সভাপতির গাড়িতে আগুন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা তাঁতী লীগ সভাপতি খন্দকার কবির মিয়ার গাড়িতে আগুন দিয়েছেন এক যুবক। ওই যুবককে শনাক্ত করে আটক করার চেষ্টা করছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় উপজেলার আমকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে জানান, উপজেলা তাঁতী লীগের সভাপতি খন্দকার কবির মিয়ার প্রাইভেটকার তার বাড়ির গ্যারেজে ছিল। রোববার সকাল ১১টার দিকে হঠাৎ গাড়িটিতে আগুন দেখা যায়। পরে স্থানীয়রা আগুন নেভান। এতে গাড়ির পেছনের অংশ পুড়ে গেছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে। অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, গাড়িতে আগুন দিয়ে এক তরুণকে দৌড়ে যেতে দেখেছেন স্থানীয়রা। ওই তরুণকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।