ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, আহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
শিবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ, আহত এক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতিসহ তিন স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় একজন আহত হয়েছেন।

তবে এ ঘটনা অস্বীকার করে তাদের অভ্যন্তরীণ পারিবারিক সমস্যা বলে দাবি করেছেন নৌকার নবনির্বাচিত সংসদ সদস্য।  

সোমবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দুর্লভপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি আওয়ামী লীগ সভাপতির চাচাতো ভাই বাবুল হোসেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু আহম্মদ নাজমুল কবির মুক্তা জানান, তিনি শিবগঞ্জ বাজারে অবস্থান করছিলেন এসময় নৌকার সমর্থক আতাউর রহমান আতুর নেতৃত্ব ২০-২৫ জনের একটি দল তার বাড়িসহ আরও তিনটি বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাড়ির বৈঠক ঘরের আসবাবপত্র দুইটা মোটরসাইকেলসহ আরও তিনটি বাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে তার চাচাতো ভাই বাবুল হোসেন আহত হন। তার দাবি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মৌখিকভাবে শিবগঞ্জ থানায় জানানো হয়েছে এবং মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।  
তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এ অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ সভাপতি মুক্তা চেয়ারম্যান ভিলেজ পলিটিক্স করার কারণে তাদের নিজেদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তার প্রতিপক্ষ প্রার্থী পরাজিত হয়ে ব্যক্তিগত সমস্যাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক।  

এদিকে নৌকা সমর্থকদের ওপর হামলা মামলা ঘটলেও চুপ করে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সব নেতাকর্মীকে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।