ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

১১ মাস পর মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
১১ মাস পর মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক মুন্না আব্দুল মোনায়েম মুন্না।

ঢাকা: দীর্ঘ ১১ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টা ২০ মিনিটে ঢাকা কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

তিনি গণমাধ্যমকে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।  

মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্না বলেন, জালিমের কারাগার থেকে মুক্তি মিললেও দেশের মানুষের তো মুক্তি মেলেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলছে। জেল, মামলা দিয়ে জিয়ার আদর্শের শক্তিকে থামানো যাবে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোনো জেল, জুলুম, হুলিয়ার পরোয়া করি না। জনগণের অধিকার আদায়ে সারা জীবন লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ।

গত বছরের ৭ মার্চ মুন্নাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
টিএ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।