ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে।

মেডিকেল বোর্ডের পরামর্শে সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে কেবিনে নেওয়া হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

রোববার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।