ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘দুর্গাপূজায় যেকোনো সহযোগিতায় পাশে থাকবে জামায়াত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
‘দুর্গাপূজায় যেকোনো সহযোগিতায় পাশে থাকবে জামায়াত’

ফরিদপুর: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো সাম্প্রদায়িক রাজনীতি করে না। সংখ্যালঘু বলতে কেউ নেই বাংলাদেশে জামায়াত বিশ্বাস করে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতায় জামায়াত আপনাদের পাশে আছে এবং থাকবে সব সময়। ’

ফরিদপুর শহরে টেরাকোটা রেস্তোরাঁয় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আয়োজনে ফরিদপুর পূজা উদ্‌যাপন কমিটির নেতা-কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা জামায়াতে আমির মাওলানা বদরউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় অধ্যাপক আব্দুত তাওয়াব বলেন, এদেশে হিন্দু-মুসলিম ভাই ভাই। আমরা একে অপরের সাহায্যে সব সময় এগিয়ে আসি।  

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী হিন্দুরা আমার মায়ের কাছে সম্পদ আমানত রেখেছিলেন, যা যুদ্ধ পরবর্তী সময়ে ফেরত দেওয়া হয়েছে। শারদীয় পূজা উপলক্ষে যেকোনো ধরনের সাহায্যে সহযোগিতায় জামায়াত আপনাদের পাশে আছে এবং থাকবে সব সময়।

ফরিদপুর পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ রকম মহতী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কমিটির নেতারা বক্তব্যে বলেন, ফরিদপুরের ইতিহাসে কখনও আমরা সাম্প্রদায়িক দাঙ্গা দেখিনি এবং কোনো পূজা উৎসবে মারামারি বা হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের সমস্যা হলো এ দেশের নোংরা রাজনীতি, নেতারা সম্পদ চুরি করে বিদেশে পাচার করেন আর আমরা সাধারণ নাগরিক না খেয়ে থাকি।

বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা সম্পর্কে তারা বলেন, এই অপরাধের সঙ্গে যারা জড়িত তারা দুস্কৃতকারী। এরা ইসলাম ধর্মের কেউ নয়; এটা আমরা বুজতে পারি। মুসলমানরা যদি মূর্তি ভাঙতো তাহলে বাংলাদেশের কোথাও একটি মূর্তিও আপনারা দেখতে পেতেন না।  

উল্লেখ্য, ফরিদপুর পৌরসভায় ৯৪টি এবং সদর থানায় ১০১টি এবং জেলায় মোট ৭২৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

পূজা উদ্‌যাপন কমিটি জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান সাহা, সহ-সভাপতি তাপস সাহা, সহসভাপতি সুকেশ সাহা, সহ-সভাপতি ডা. প্রকাশ স্বরূপ রায়, সহ সভাপতি- ননী গোপাল রায়, যুগ্ন সাধারণ সম্পাদক অজয় রায়, কোষাধ্যক্ষ সংকর সাহা, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট তুষার দত্ত, জেলা সদস্য অপু সাহা কাউন্সিলর ফরিদপুর পৌরসভা, উপল দত্ত, পলাশ দত্ত, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, কোতয়ালী সভাপতি সিতাংশ মিত্র, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুত তাওয়াব ও শামসুল ইসলাম আল বরাটিসহ জেলা ও পৌরসভা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।