ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জেগে ওঠার সুযোগ নেই আ. লীগের: রাশেদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
জেগে ওঠার সুযোগ নেই আ. লীগের: রাশেদ কথা বলছেন রাশেদ প্রধান।

ঢাকা: বাংলাদেশে আবারও আওয়ামী লীগের রাজনীতি কিংবা জেগে ওঠার সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।  

তিনি মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‌‘আওয়ামী লীগের পতিত আমলাদের শনাক্ত করে অপসারণের’ দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

রাশেদ প্রধান বলেন, মোদি- ট্রাম্প শেখ হাসিনাকে রক্ষা করতে পারবে না। বাংলার মাটিতে হাসিনা সরকারের আমলে গণহত্যার বিচার হবে। পিলখানা, শাপলা চত্বর, জুলাই-আগস্ট গণহত্যার দায়ে খুনি হাসিনার ফাঁসি হতে হবে।  

তিনি বলেন, সরকারে এবং প্রশাসনে অবস্থানরত আওয়ামী লীগের পেতাত্মাদের দ্রুত অপসারণ করতে হবে। যদি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিলম্ব করি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে। আমাদের মনে রাখতে হবে, আবারও আওয়ামী লীগ মানে গণহত্যা।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, কৃষক দলের মো. শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।