ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে উপজেলা-পৌরসভায় জামায়াতের আমির নির্বাচিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
লক্ষ্মীপুরে উপজেলা-পৌরসভায় জামায়াতের আমির নির্বাচিত 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে উপজেলা ও পৌরসভা জামায়াতের নির্বাচিত আমিরদের শপথ করানো হয়েছে। এর মধ্যে পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও একটি থানা কমিটির আমির শপথ গ্রহণ করেন।

২০২৫-২৬ সেশনের জন্য তাদের নির্বাচিত করা হয়।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের সমসেরাবাদ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়৷ এসময় জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া তাদের শপথ বাক্য পাঠ করান।

দায়িত্বপ্রাপ্ত আমিররা হলেন- সদর উপজেলায় হুমায়ুন কবির, লক্ষ্মীপুর পৌরসভায় আবুল ফারাহ নিশান, রামগঞ্জ উপজেলায় নাজমুল হাসান পাটওয়ারী, রামগঞ্জ পৌরসভায় হাসান বান্না, রায়পুর উপজেলায় সাইয়্যেদ নাজমুল হুদা, রায়পুর পৌরসভায় হাফেজ ফজলুল করিম, চন্দ্রগঞ্জ থানায় নুর মোহাম্মদ রাসেল, কমলনগর উপজেলায় আবুল খায়ের, রামগতি উপজেলায় আব্দুর রহিম ও রামগতি পৌরসভায় আবুল খায়ের।  

২০২৫-২৬ সেশনের তারা স্ব স্ব উপজেলা ও পৌরসভায় আমির হিসেবে জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, সম্প্রতি জামায়াতের জেলা নির্বাচন বিভাগ স্ব স্ব উপজেলা ও পৌরসভার রোকনদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করে। পরে জেলা আমিরের কাছে ফলাফল হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।