ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আ.লীগ: এমএ হান্নান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আ.লীগ: এমএ হান্নান জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন এম এ হান্নান

চাঁদপুর: পতিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে মন্তব্য করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেছেন, বিগত ১৭ বছর মানুষ কথা বলতে পারেনি।  রাজনীতিও করতে পারেনি।

  রাতের ভোটে তারা নির্বাচিত হয়েছে। ফলে মানুষ এখন ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য অপেক্ষায় আছেন। ভোটের মাধ্যমে তারা যোগ্য প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাবেন।  

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজলার রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এম এ হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই বলেছেন- আগামী নির্বাচন কঠিন হবে। তাই আপনারা বিএনপির ৩১ দফা নিয়ে প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপি তথা ধানের শীষের কথা বলুন। তাদের সুখ দুঃখের কথা জানুন। জনসভায় লোকজনের উপস্থিতি দেখে এবং পতিত আওয়ামী লীগ না থাকায় নিশ্চিন্ত থাকার সুযোগ নেই।

বিএনপির এই নেতা আরও বলেন, আজকের জনসভায় বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতি প্রমাণ করে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের সুস্পষ্ট লক্ষণ।

জনসভায় সভাপতিত্ব করেন রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া।  

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও বিএনপি নেতা মাকসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট নাহিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, মঞ্জিল হোসেন।  

এছাড়া বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম, মহসীন মোল্লা, ফারুক হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।