ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খুনিরা কেউ পার পাবে না: রুমানা মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
খুনিরা কেউ পার পাবে না: রুমানা মাহমুদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বলেছেন, খুনিরা কেউ পার পাবে না। এটা মনে রাখবেন, সময় সুযোগে সবাই ধরা পড়বে।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামে সন্ত্রাসী হামলায় নিহত আব্দুল বারী শেখের পরিবারের খোঁজখবর নিতে গেয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ বাড়িতে আমি আসার পর থেকেই দেখতে পাচ্ছি, পরিবারের সদস্য সবাই কাঁদছে।

স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এ পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আগামীতে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, কীভাবে আমরা দলকে এগিয়ে নিতে পারবো, এবং দলকে ক্ষমতায় আনতে পারা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ভুইয়া রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, বহুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, নিহত আব্দুল বারিকের ছেলে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন।

গত ১৯ ডিসেম্বর রাতে যুবদল নেতা জাকির হোসেন বাবা বিএনপি সমর্থক আব্দুল বারী শেখকে (৫৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মী ও নিহতের স্বজনদের অভিযোগ মামলার এজাহার নামীয় আসামিদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছে না পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।