ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

গীতিকার বিভাস কান্তি দে'র পরলোক গমন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
গীতিকার বিভাস কান্তি দে'র পরলোক গমন ...

বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার বিভাস কান্তি দে আর নেই।

স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের এ্যাসেনশিয়ান ভিয়া ক্রিস্টি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায়  পরলোক গমন করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাঁকে হাসপাতালটিতে ভর্তি করা হয়। সেখানে তিনদিন লাইফ সাপোর্টে থেকে সোমবার মারা যান। তিনি টিএসপি সার কারখানার প্রাক্তন কেমিস্ট।  

মৃত্যুকালে তিনি স্ত্রী অধ্যাপক ত্রিবেণী রায়,  দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে যান। বড় মেয়ে ডেনমার্কের অলবোর্গ বিশ্ববিদ্যালয়ে টেকনো অ্যানথ্রোপোলোজি মাস্টার্স অধ্যয়নরত, ছোট মেয়ে যুক্তরাষ্ট্রের ক্যানসাস বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেসে স্নাতক শেষ করে সেখানে একটি বেসরকারি উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।