ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

সালতামামি

বলিউডের-২০১৭

অল ইন ওয়ান

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
অল ইন ওয়ান ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েকটা দিন। নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পরবে সারা বিশ্ব। সে সাথে পুরানো বছরের হিসেব মেলাবে সবাই। বলিউডের জন্য ২০১৭ সাল ছিলো অনেক  প্রাপ্তি ও হারনোর বছর। বলিউডের বছরটি কেমন গেলো? চলুন দেখে নেই।   

সেরা ১০ অভিনেতা
শাহরুখ খান (রইস, জব হ্যারি মেট সেজাল), আমির খান (সিক্রেট সুপারস্টার), সালমান খান (টিউবলাইট, টাইগার জিন্দা হ্যায়), তামান্না ভাটিয়া (বাহুবলী টু), ইরফান খান (হিন্দি মিডিয়াম, কারিব কারিব সিঙ্গেল), প্রভাস (বাহুবলী টু), আনুশকা শর্মা (জব হ্যারি মেট সেজাল, ফিল্লাউরি), আনুশকা শেঠি (বাহুবলী টু), হৃতিক রোশন (কাবিল), ক্যাটরিনা কাইফ (জাগ্গা জাসুস, টাইগার জিন্দা হ্যায়)।

ছবি: সংগৃহীতসেরা ১০ ছবি
বিক্রম বেদা (মাধবন, বিজয় সেতুপতি), বাহুবলী: দ্য কনক্লুশন (প্রভাস, রান্না দাগ্গুবাতি), অর্জুন রেড্ডি (বিজয় দেবারাকোন্দা), সিক্রেট সুপারস্টার (জাইরা ওয়াসিম, আমির খান), হিন্দি মিডিয়াম (ইরফান খান), দ্য ঘাজি অ্যাটাক (রান্না দাগ্গুবাতি), টয়লেট: এক প্রেম কথা (অক্ষয় কুমার), জলি এলএলবি (অক্ষয় কুমার), মেরসাল (বিজয়), দ্য গ্রেট ফাদার (মামুতি, প্রিয়ামনি)।

ছবি: সংগৃহীতফ্লপ ১০ ছবি
‘রইস’ (শাহরুখ খান, মাহিরা খান), ‘রেঙ্গুন’ (শহিদ কাপুর, সাইফ আলি খান, কঙ্গনা রনৌত), ‘হাফ গার্লফ্রেন্ড’ (অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর), ‘সরকার থ্রি’ (অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম), ‘রাবতা’ (কৃতি স্যানন, সুশান্ত সিং রাজপুত), ‘টিউবলাইট’ (সালমান খান, ঝু ঝু), ‘জাগ্গা জাসুস’ (ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর’, ‘মুন্না মাইকেল’ (টাইগার শ্রফ, নিধি আগারওয়াল), ‘জাব হ্যারি মেট সেজাল’ (শাহরুখ খান ও আনুশকা শর্মা) ও ‘হাসিনা পার্কার’ (শ্রদ্ধা কাপুর, অঙ্কুর ভাটিয়া, সিদ্ধান্ত কাপুর)।

ছবি: সংগৃহীতবক্স অফিসে ঝড় তুলেছে যে ছবিগুলো
‘গোলমান অ্যাগেইন’ (২০৫ কোটি ৬৫ লাখ রুপি), ‘জুড়ুয়া টু’ (১৩৮ কোটি ৬১ লাখ রুপি), ‘রইস’ (১৩৭ কোটি ৫১ লাভ রুপি), ‘টয়লেট: এক প্রেম কথা’ (১৩৪ কোটি ২২ লাখ রুপি), ‘টিউবলাইট’ (১১৯ কোটি ২৬ লাখ রুপি), ‘জলি এলএলবি টু’ (১১৭ কোপি রুপি), ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ (১১৬ কোটি ৬৮ লাখ রুপি), ‘কাবিল’ (১০৩ কোটি ৮৪ লাখ রুপি), ‘বাদশাহো’ (৭৮ কোটি এক লাখ রুপি) ও ‘হিন্দি মিডিয়াম’ (৬৯ কোটি ৫৯ লাখ রুপি)।

ছবি: সংগৃহীতআলোচিত নতুন জুটি
শাহরুখ খান-মাহিরা খান (রইস),সুশান্ত সিং রাজপুত-কৃতি স্যানন (রাবতা), সিদ্ধার্থ মালহোত্রা-জ্যাকুলিন ফার্নান্দেজ (অ্যা জেন্টেলম্যান), অর্জুন কাপুর-শ্রদ্ধা কাপুর (হাফ গার্লফ্রেন্ড), আয়ুষ্মান খুরানা-কৃতি স্যানন (বেরেলি কি বরফি)।  

সমালোচিত ৫ ছবি
হারামখোর (নওয়াজুদ্দিন সিদ্দিকী), নিউটন (রাজকুমার রাও), মুক্তি ভবন (আদিল হুসেন), কারিব কারিব সিঙ্গেল (ইরফান খান), রাগ দেশ (কুনাল কাপুর, অমিত সাধ)।

ছবি: সংগৃহীতসেরা ১০ গান
দিল দিয়া গালা (টাইগার জিন্দা হ্যায়), হাওয়ায়ে (জব হ্যারি মেট সেজাল), হামসফর (বাদ্রিনাথ কি দুলহানিয়া), এনা সোনা (ওকে জানু), জালিমা (রইস), নাজম নাজম (বেরেলি কি বরফি), ফির ভি তুমকো চাহুঙ্গা (হাফ গার্লফ্রেন্ড), মেরে রাশকে কামার (বাদশাহো), কাবিল হু (কাবিল), মানা কি হাম ইয়ার নাহি (মেরি পেয়ারি বিন্দু)।

সমালোচিত ১০ গান
ফুর (জব হ্যারি মেট সেজাল), মার্সি (র্যা পার বাদশা), পিয়া মোরে (বাদশাহো), ট্রিপি ট্রিপি (ভূমি),লোকা লোকা (সানি লিওনি), হাস মাত পাগলি (টয়লেট: এক প্রেম কথা), হাওয়া হাওয়া (মুবারাকান), সোয়াগ সে স্বাগত (টাইগার জিন্দা হ্যায়), ডিং ড্যাং (মুন্না মাইকেল), বন্দুক মেরি লায়লা (অ্যা জেন্টেলম্যান)।

অভিষেক
মাহিরা খান (রইস),দার জৈন ও অন্য সিঙ (কয়েদি ব্যান্ড), মুস্তাফা বার্মাওয়ালা (মেশিন), ঐশ্বরিয়া রাজেশ (ড্যাডি), সাবা কামার (হিন্দি মিডিয়াম),  নিধি আগারওয়াল (মুন্না মাইকেল), আদনান সিদ্দিকি  ও সেজাল আলি (মম), চু চু (টিউবলাইট), মেহরীন পীরজাদা (ফিল্লাউরি), পার্বতী (কারিব কারিব সিঙ্গেল), কানন গিল (নূর)।

ছবি: সংগৃহীতফোর্বসের শীর্ষ ১০ তারকা
সালমান খান (২৩২ কোটি ৮৩ লাখ রুপি), শাহরুখ খান (১৭০ কোটি ৫০ লাখ রুপি), বিরাট কোহলি (১০০ কোটি ৭২ লাখ রুপি), অক্ষয় কুমার (৯৮ কোটি ২৫ লাখ রুপি), শচীন টেন্ডুলকার (৮২ কোটি ৫০ লাখ রুপি), আমির খান (৬৮ কোটি ৭৫ লাখ রুপি), প্রিয়াঙ্কা চোপড়া (৬৮ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (৬৩ কোটি ৭৭ লাখ রুপি), হৃতিক রোশন (৬৩ কোটি ১২ লাখ রুপি), রণবীর সিং (৬২ কোটি ৬৩ লাখ রুপি)।

মৃত্যু
শশী কাপুর, রাম মুখার্জি, লেখ ট্যান্ডন, ইন্দ্র কুমার, রীমা লাগু, বিনোদ খান্না, ওম পুরি ও সীতারাম পাঞ্চাল।

বিয়ে
আনুশকা শর্মা ও বিরাট কোহলি (১১ ডিসেম্বর), পাওলি দাম ও অর্জুন দেব (৪ ডিসেম্বর), সাগরিকা ঘাটগে ও জহির খান (২৩ নভেম্বর), নীল নিতিন মুকেশ ও রুকিমিনি সাহায় (৯ ফেব্রুয়ারি), আফতাব শিবদাসানি ও নিন দুসাঞ্জ (১ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা), বাটসাল শেঠ ও ঈশিতা দত্ত (২৯ নভেম্বর), হৃষিতা ভাট ও আনন্দ তিওয়ারি (৪ মার্চ), অমৃতা পুরি ও ইমরুন সেথি (১৫ নভেম্বর), ভারতী সিং ও হর্শ লিম্বাছিয়া (৩ ডিসেম্বর), কবিতা কৌশিক ও রনীত বিশ্বাস (২৭ জানুয়ারি), নাগা চৈতন্য ও সামান্থা প্রভু (৬ অক্টোবর), আশকা গোরাদিয়া ও ব্রেন্ট গোবেল (২ ডিসেম্বর)।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।