ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

একাত্তর

নানা আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
নানা আয়োজনে দুর্গাপুর মুক্ত দিবস পালিত

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে পালিত হলো দুর্গাপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার মুক্ত হয় দুর্গাপুর উপজেলা।

 

এ উপলক্ষে সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূধীজনদের উপস্থিতিতে পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আকুঞ্জি, বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী, এসআই সাদেকুজ্জামানসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।