ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

একাত্তর

৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ

গোপালগঞ্জ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত হয়েছে। একাত্তরের ৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় গোপালগঞ্জ।

বুধবার (৭ ডিসেম্বর) জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

পরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।  

বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনু‌ষ্ঠিত আলোচনা সভায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাবেক জেলা কমান্ডার বদরুদ্দোজা বদর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসীন উদ্দিন বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে গোপালগঞ্জ জেলা শহর মুক্ত করার স্মৃতি তুলে ধরেন।

জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।