ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

একাত্তর

সাভার হানাদার মুক্ত দিবস ১৪ ডিসেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
সাভার হানাদার মুক্ত দিবস ১৪ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৪ ডিসেম্বর সাভার হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।

সাভার, ঢাকা: ১৪ ডিসেম্বর সাভার হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর শহীদ বেদীতে শ্রদ্ধা জানান।

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালের এই দিনে আশুলিয়া থানার জিরাবো এলাকার ঘোষবাগে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানি সেনাদের সম্মুখযুদ্ধ হয়।  

র্দীঘ সময় যুদ্ধ চলার পর পাকিস্তানি সেনারা বাঙালী যোদ্ধারের দাপটে পিঁছু হ‍াটতে শুরু করে। সে সময় বাঙালী যোদ্ধারা বিজয়ের উল্লাসে মেতে ওঠেন। এরই এক পর্যায়ে পিঁছু হাটা এক পাক সেনার গুলিতে মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দস্তগীর টিটু গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

পরে তাকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জাহাঙ্গীরনগর ডেইরি ফার্ম গেটের কাছে তাকে সমাহিত করা হয়।
    
তার মহান এই আত্মত্যাগের কথা আজও সাভারবাসী শ্রদ্ধার সঙ্গে স্বরণ করে।

শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটুর শহীদ বেদীতে সাভার প্রেস ক্লাব, আশুলিয়া প্রেস ক্লাব, জাগরণী থিয়েটার, দেশবাংলা ইনস্টিটিউট অব জার্নালিজমসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।