ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের উত্থানে সপ্তাহ পার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
সূচকের উত্থানে সপ্তাহ পার

ঢাকা: সূচক উত্থানের মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২নভেম্বর) পুঁজিবাজারে লেনদেন হয়েছে।দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২৬পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ১২১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন।

এর ফলে উভয় বাজারে টানা চার কার‌্যদিবস সূচক বাড়লো।

 বাজার পর‌্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার বস্ত্র, ওষুদ ও রসায়ন, আইটি এবং বিমা খাতসহ বেশিরভাগ খাতেরকোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর এ কারণেই ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে ২০ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৩২২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬৭৫কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৬৩ কোটি ৭৪ লাখ ২৩হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৭ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকার।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৯ পয়েন্টেদাঁড়িয়েছে। এদিন প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ৪৬ পয়েন্টে বেড়ে ২ হাজার ২০১ পয়েন্ট এবংডিএসইএক্স শরীয়াহ সূচক ৭ দশমিক৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ১০৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টিকোম্পানির শেয়ার।

সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৪৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন বাজারে লেনদেন হয়েছে ৪৫কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৭৪৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৩৪৪ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৫ কোটি ৭৪ লাখ ৫১ হাজার ৭২ টাকার। তারওআগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৬৯৫ টাকার।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারেরদাম।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।