ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

তিন কার্যদিবস পর দরপতন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
তিন কার্যদিবস পর দরপতন

ঢাকা: সূচকের নিম্নমুখী প্রবণতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ ডিসেম্বর) লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা তিন কার্যদিবস পর পুঁজিবাজারে সূচক কমলো।

সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় রোববার লেনদেন শুরু হলেও মাত্র ২২ মিনিটের মাথায় সূচক পতন শুরু হয়। যা দিনের বাকি লেনদেন পর্যন্ত অব্যাহত ছিলো।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৩ পয়েন্ট।

তবে বাজারের সার্বিক এই অবস্থানকে মূল্যসংশোধন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, উত্থানের পর দরপতন এটা পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়া। এতে বিচলিত হওয়া কিছুই নেই।

ডিএসই’র তথ্য মতে, রোববার বাজারে ১৪ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৫৭২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৫৭৩ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬২০ কোটি ৭ লাখ ৯৭ হাজার টাকার।

তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৯ কোটি ২৩ লাখ ২ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৮১৩ কোটি ২০ লাখ ৩৭ হাজার টাকার।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৩ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৩ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩০কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৮০৮ টাকা।

এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২কোটি ৭২ লাখ ১৫ হাজার ৬৯৫ টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩ কোটি ৭০ লাখ ১০ হাজার ৩৫১ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ১৩ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।