ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

বিনিয়োগকারীদের নজর কেড়েছে পোশাক খাতের শেয়ার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
বিনিয়োগকারীদের নজর কেড়েছে পোশাক খাতের শেয়ার

ঢাকা: জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৭ হাজার ১৮১ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৩২২ টাকা। কোরবানির ঈদ উপলক্ষে বেশ কিছুদিন লেনদেন বন্ধ থাকা মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পোশাক খাতের শেয়ারের।

এরপর বিনিয়োগকারীদের পছন্দের শেয়ার ছিলো প্রকৌশল ও ব্যাংক খাতের শেয়ার। ফলে এই দুই খাতের শেয়ার লেনদেনে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পোশাক খাতে উৎসে কর কমায় বিনিয়োগকারীদের নজর ছিলো বস্ত্র খাতের শেয়ারের দিকে। ফলে এ খাতে লেনদেনও বেড়েছে।

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে পোশাক খাতের ওপর দশমিক ৭ শতাংশ  হারে উৎসে কর দেওয়ার বিধান ছিলো। সেখান থেকে ১ শতাংশ কমিয়ে দশমিক ৬ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ১৫ শতাংশ করপোরেট কর থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, আগস্ট মাসে ডিএসইতে ৩৩৯ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৩৬৭ টাকার মোট ১১ হাজার ৪৯৫ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৩৬৭ টাকা লেনদেন হয়েছে। এর আগের মাস জুলাইয়ে লেনদেন হয়েছিলো ১৮ হাজার ৬৭৬ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার ৬৮৯ টাকা।

সাড়ে ১১ হাজার কোটি টাকা লেনদেনের মধ্যে আগস্টে বস্ত্র খাতের ৮৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৪৪টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ২ হাজার ৪২১ কোটি ১৪ হাজার ২৪৯ টাকা। যা মোট লেনদেনের ২১ দশমিক ০৬ শতাংশ। ফলে লেনদেনের শীর্ষ উঠে এসেছে এ খাতটি। এ খাতে এখন ৫০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।

এরপর ৩০ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৬২২টি শেয়ার থেকে মোট ১ হাজার ৯০২ কোটি ৭২ লাখ ৩১ হাজার ৬৮১ টাকার লেনদেন হওয়ায় দ্বিতীয় স্থান দখল করেছে প্রকৌশল খাত। যা আগস্টের মোট লেনদেনের ১৬ দশমকি ৫৫ শতাংশ।

এরপর স্থান দখল করছে বাজারের ‘প্রাণ’ খ্যাত ব্যাংক খাত। আগস্ট মাসে এ খাতের ৮০ কোটি ৮০ লাখ ২১ হাজার ১৪৮টি শেয়ার কেনা-বেচার বাবদ লেনদেন হয়েছে ১ হাজার ৫৮১ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার ৩৫৮টাকা। যা মোট লেনদেনের ১৩ দশমকি ৭৬ শতাংশ।

এরপর যথাক্রমে আর্থিক খাতে ৮৯৪ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৭৯৮ টাকা এবং ওষুধ ও রসায়ন খাতে ৮৮০ কোটি ৩০ লাখ ২৯ হাজার ২৬০ টাকা লেনদেন হয়েছে। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮৬৬ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৩৯৫ টাকা লেনদেন হয়েছে। ফলে আগস্ট মাসে ৬ষ্ঠ স্থানে রয়েছে এ খাত।

অন্যদিকে আগস্ট মাসে বিবিধ খাতে ৫৬৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৩৯১ টাকা, বিমা খাতে ৩৮২ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৯৫ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪২৫ কোটি ২ লাখ ৩২ হাজার ১৭৮ টাকা, ট্যানারি খাতে ৩৪৩ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৯২৯ টাকা, আইটি খাতে ৩১৩ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ৯৮ টাকা, পেপার ও প্রিন্টিং খাতে ১৩৩ কোটি ১ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা, সেবা খাতে ৭২ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৭৬৯ টাকা, সিমেন্ট খাতে ১২১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৩৬৫ টাকা, সিরামিক খাতে ১৬৬ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৪৮৫ টাকা, টেলিযোগাযোগ খাতে ১২৮ কোটি ১৮ লাখ ০৩ হাজার ৬২৩ টাকা, ট্রাভেলস খাতে ১৬৯ কোটি ২৮ লাখ ৪৭০ টাকা, পাট খাতে ৩৯ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৩৪১ টাকা, মুদারাবা বন্ডে ৩ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা এবং মিউচ্যুয়াল ফান্ডের ৮৪ কোটি ১৫ লাখ ৯৩ হাজার ৬২১ টাকার শেয়ারের লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।