ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

মারিয়ার স্বপ্নযাত্রায় আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা শুভসংঘ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
মারিয়ার স্বপ্নযাত্রায় আশার আলো জ্বালিয়েছে বসুন্ধরা শুভসংঘ

‘আমার পরিবারে বাবা ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর পর আমাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে।

তখন আমার বড় ভাই লেখাপড়া ছেড়ে পরিবারের দায়িত্ব নিতে উপার্জনের পথ বেছে নেয়। ভাইয়ের উপার্জন ও অনেকের সহযোগিতায় আমি ডিপ্লোমায় ভর্তি হই। ২০২৩ সালে ডিপ্লোমা পাস করার পর ডুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু এখন ভর্তিসহ লেখাপড়ার অন্যান্য খরচ নিয়ে বড় প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। ’

এভাবেই নিজের সংগ্রামের কথা বলছিলেন সদ্য ডুয়েটে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে চান্স পাওয়া শিক্ষার্থী মারিয়া খাতুন।

গত ২২ নভেম্বর ‘ডুয়েটে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তার ভাঁজ মারিয়ার’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর বসুন্ধরা শুভসংঘ মারিয়া খাতুনকে শিক্ষা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রোববার (১৫ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মারিয়ার হাতে শিক্ষা সহায়তা তুলে দেওয়া হয়।

শিক্ষা সহায়তা পেয়ে আবেগাপ্লুত মারিয়া খাতুন বলেন, ‘পরিবারের দুরবস্থার কারণে ডুয়েটে ভর্তি হতে পারব কিনা তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আমাদের পক্ষে ভর্তি ফি দেওয়া বা বই-খাতা কেনার টাকাও জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বসুন্ধরা শুভসংঘ থেকে যে শিক্ষা সহায়তা পেলাম, তা দিয়ে ভর্তিসহ প্রয়োজনীয় সব খরচ মেটাতে পারব।

আমাকে সহায়তা দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আমি সবসময় বসুন্ধরা গ্রুপের সফলতা কামনা করি। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।