ইন্টারনেটের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তার গুরুত্ব।
বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মোমিনুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস প্রিন্সিপাল মো. হাসিবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বাইটস প্রজেক্টের ডিজিটাল মার্কেটিং ট্রেইনার পলাশ মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মো. মোমিনুর রহমান বলেন, ‘সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল জগতে আমাদের তথ্য, সিস্টেম এবং নেটওয়ার্ক সুরক্ষিত রাখার প্রক্রিয়া। হ্যাকিং, ডাটা চুরি, ভাইরাস আক্রমণ বা অন্যান্য সাইবার হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য যা অবশ্যই জানা প্রয়োজন।
নিজেদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেওয়া শিখতে হবে, ক্ষতিকারক সফটওয়্যার থেকে বাঁচার উপায় জানতে হবে। ’
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন শুভসংঘের সার্বিক কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন। একই সঙ্গে মোবাইল ও কম্পিউটার জেনে-বুঝে ব্যবহারের কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রতাপ সরকার, মুকেশ বিশ্বাস, এস. এম ফাহিম, সাহাদ বাবু তুহিন, মো. ইউনুস আলি, আরাফাত হোসেন, মিনা খাতুন, মো. জাকির হোসেন, মো. রায়হান, মো. নাইমুর ইসলাম, মো. তামিউর ইসলাম, সাব্বির, জান্নাতুন নেছা, রাবিব জিদ, তুহিন হোসেন, মোছা. ফারজানা, সুমাইয়া সুলতানা, নাজমুন নাহার, জান্নাতুল মাওয়া, নাজমুস সাকিব, সাদমান, মিনারা আক্তার, ফাইজুর রহমান, ফয়সাল তামান্না ইয়াসমিনসহ শুভসংঘের অন্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
নিউজ ডেস্ক