ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শীতার্তদের জন্য বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজের ‘মানবতার দেয়াল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
শীতার্তদের জন্য বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজের ‘মানবতার দেয়াল’

ঢাকা: ঢাকার নিউমার্কেট এলাকায় নায়েমের গলিতে ঢাকা কলেজের দেয়াল ঘেঁষে বসুন্ধরা শুভ সংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে ‘মানবতার দেয়াল’।

বুধবার (২৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. ইকবাল হোসেন শিহাব, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম সাগর, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর এবং সংগঠনের সদস্য আজিজ মাহমুদ, শোভন, রিফাতসহ অন্যান্যরা।

দেয়ালের গায়ে পুরোনো কাপড় কেন? এমন প্রশ্ন অনেকেরই। দেয়ালের ওপরে লেখা দেখে প্রশ্নের উত্তর মিলল। লেখা রয়েছে- আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে রেখে যান। আবার অপর পাশে লেখা রয়েছে- আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান।  

‘মানবতার দেয়াল’ নিয়ে বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সভাপতি শিহাব উদ্দিন বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখে থকি ‘মানবতার দেয়াল’। সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি যে আমাদেরও এমন কিছু করা উচিত। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা এটি তৈরি করলাম।  

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. তৌহিদ উদ্দিন বলেন, আমাদের চারপাশে নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা শুধু সরকারই যে সমাধান করবে এমনটি প্রত্যাশা করা উচিত নয়। ছোটখাটো যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলো সমাধানে আমাদের উচিত নিজ উদ্যোগে এগিয়ে আসা।  

এ বিষয়ে সংগঠনটির একজন সদস্য আজিজুল হক (আজিজ) জানান, এরকম ছোট ছোট মহৎ কাজে আমরা তরুণরা যদি এগিয়ে আসি তাহলে দেশ ও জাতির মনোবল বহুগুণে বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আমি আশাবাদী এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণসমাজ। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকট মোকাবিলায় তারা যদি সংঘবদ্ধ হন তাহলে আমরা একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন করতে পারবো।

বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমের মধ্যে তারুণ্যের যে ঐকতান শুরু হয়েছে, সেটি আশাবহ। ‘মানবতার দেয়াল’ তৈরির মতো কার্যক্রম শুধু সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র বা সাধারণ পোশাক পৌঁছে দেওয়া নয়, বরং মানবিক ও ভালোবাসাময় রাষ্ট্র গড়ে তোলার প্রচেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।