ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং তা থেকে উত্তরণের করণীয় নিয়ে বাগেরহাটের ফকিরহাটে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) বনফুল মাধ্যমিক বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শুভসংঘ ফকিরহাট উপজেলা সভাপতি অনিমেষ কুমার মজুমদার এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান।

বক্তারা জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার। জাতীয় অভিযোজন পরিকল্পনায় ১৪টি ঝুঁকি চিহ্নিত হয়েছে, যার মধ্যে রয়েছে চরম উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততা বৃদ্ধি।

বক্তারা বিশ্ব নেতৃত্বের প্রতি কার্বন নিঃসরণ কমানো, অধিক বনায়ন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুসহিষ্ণু কৃষি উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরে শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ নাসির উদ্দিন, খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শুভসংঘের সদস্যরা।
বক্তারা শুভসংঘের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, এটি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।