দিনাজপুর সরকারি কলেজ আয়োজিত তারুণ্যের মেলা অংশ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল সোমবার এ মেলা শুরু হয়।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করার লক্ষ্য তারুণ্যের উৎসবের।
তারুণ্যের মেলায় বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘ অংশ নিয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরেছে। এতে দর্শনার্থীরা শুভসংঘের সামাজিক কার্যক্রমগুলো সম্পর্কে অবহিত হয়েছেন।
স্টলে প্লাস্টিক রিসাইকল করে জমা দিলেই বিনিময়ে একটি গাছের চারা উপহার দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এই ব্যতিক্রমী উদ্যোগটি আগত দর্শনার্থীদের বেশ প্রশংসা কুড়াচ্ছে।
বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা শেখ মাহতাবুল হক বলেন, ‘তারুণ্যের মেলায় শুভসংঘের এই উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। প্লাস্টিক রিসাইকল আমাদের পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমরা সবাই প্লাস্টিক রিসাইকল করে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করতে পারি। ’
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি বলেন, ‘পরিবেশ বাঁচানোর একটি পথ প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এর অপচয় পরিবেশের জন্য এক বিরাট হুমকি। প্লাস্টিক ক্ষয় হতে অনেক সময় নেয় এবং প্রাকৃতিক পরিবেশকে বিষাক্ত করে। এই সমস্যার সমাধানে প্লাস্টিক রিসাইকল একটি কার্যকর পদক্ষেপ। ’
বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজে শাখার সভাপতি স্বপন আলী বলেন, ‘দুই দিনব্যাপী তারুণ্যের মেলায় আমাদের স্টলে আগত দর্শনার্থীদের কাছ থেকে প্লাস্টিক রিসাইকল করে জমা দিলে বিনিময়ে একটি চারা গাছ দেওয়া হচ্ছে।
নতুন সদস্য সংগ্রহ এবং বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমগুলো তুলে ধরছি সবার কাছে। প্লাস্টিক আগামী সুন্দর পৃথিবীর জন্য হুমকিস্বরূপ, পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্লাস্টিক বর্জন অনিবার্য। ’
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
নিউজ ডেস্ক