ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শুভসংঘের সাংস্কৃতিক উৎসবে নির্মল আনন্দের খোঁজে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
শুভসংঘের সাংস্কৃতিক উৎসবে নির্মল আনন্দের খোঁজে

সংস্কৃতি মানুষের মন ও আত্মার প্রসার ঘটিয়ে সৌন্দর্য ও অনুভূতির দ্বার উন্মোচন করে। প্রতিটি দেশেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে, যা তাদের ঐতিহ্য ও পরিচয় বহন করে।

সংস্কৃতির এই স্বতন্ত্রতা উদযাপনের উদ্দেশ্যে ২৩ জানুয়ারি বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটিকে ঘিরে শুভসংঘের বন্ধুরা উৎসবের সাজে নিজেদের রাঙিয়ে তোলেন।

পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের পর তারা নাচ, গান, আবৃত্তি এবং কৌতুক পরিবেশন করেন। এই আয়োজনে কোনো ভুল-শুদ্ধের হিসেব ছিল না; ছিল কেবল অকৃত্রিম আনন্দ, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্বের বন্ধন, এবং হৃদয়ের উষ্ণ আলিঙ্গন।

‘দীর্ঘ ক্লাস-পরীক্ষার মাঝে আমাদের এই সাংস্কৃতিক আয়োজন মনকে প্রফুল্ল ও আনন্দময় করে তুলেছে এবং পড়াশোনায় মনোনিবেশ করার নতুন শক্তি দিয়েছে,’—এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে কাজ করেছেন শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, অর্থ সম্পাদক সাহেদা খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম রীতু, সমাজকল্যাণ সম্পাদক ইফতার সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল তাসলিম এবং সদস্যরা—সানজিদা ইসলাম নীলা, জান্নাতুল ফেরদৌস, আঁখি মনি, তাসনোভা তুসি, মিথিলা আক্তার, জুলিয়া আক্তার ঝর্ণা, নিঝুম নিশি, নাবিহা নাহসিন, জান্নাতুল মেঘলা, সানজিদা ইসলাম, এবং হুমায়রা জান্নাত।

এই সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে নির্মল আনন্দের পাশাপাশি সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ