ভোলা: ‘শুভ কাজে সবার পাশে’ স্লোগান নিয়ে বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার উদ্যোগে দ্বীপ জেলা ভোলার মনপুরায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
হাড় কাঁপানো শীতে বসুন্ধরা শুভসংঘের নতুন কম্বল পেয়ে খুশি মনপুরার দরিদ্র মানুষেরা।
বসুন্ধরা শুভসংঘের কম্বল পাওয়ার পর মনোয়ারা বেগম বলেন, আজ বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।
রাবেয়া বেগম বলেন, আমাদের মনপুরা দ্বীপের শীতার্ত মানুষদের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে কম্বল দেওয়ায় আমরা অনেক খুশি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ, আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
এসময় বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার পক্ষ থেকে আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন দুস্থদের হাতে কম্বল তুলে দেন।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের কম্বল পাওয়ায় মনপুরার দরিদ্র পরিবারগুলোর মধ্যে খুশির আবহ বিরাজ করছে। শীতার্ত মানুষদের মুখে এভাবেই হাসি ফুটিয়ে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ।
স্থানীয় রিমন বলেন, আমাদের এ বিচ্ছিন্ন দ্বীপের দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় আমরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। দোয়া করি, বসুন্ধরা গ্রুপ তাদের এ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখুক।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মীর আবিদ হোসেন, মো. জাহিদ হাসান, মো. ফজলে রাব্বিসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এসআই