ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দশ জনের সান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
দশ জনের সান্ডারল্যান্ডের বিপক্ষে লিভারপুলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দশ জনের দলে পরিণত হওয়া সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। সান্ডারল্যান্ডের ঘরের মাঠে স্টেডিয়াম অব লাইটে অল রেডসদের পূর্ণ তিন পয়েন্ট পাওয়া এ ম্যাচে জয় সূচক গোলটি আসে লাজার মার্কোভিচের পা থেকে।

  

এদিন খেলার শুরুতেই আক্রমণাত্বক হয়ে খেলতে থাকে লিভারপুল। আর এই সুবাদে খেলার নয় মিনিটে ফ্যাবিও বরিনির অ্যাসিস্ট থেকে ব্রেন্ডন রজার্সের শিষ্যদের প্রথম লিড এনে দেন মার্কোভিচ। তবে এরপরই অনেকটা অগোছালো ফুটবল খেলতে থাকে দু’দল। আর সফরকারিরা পরে লিড নিয়েই বিরতিতে যায়।

বিরতি থেকে ফিরে খেলার ৪৬ মিনিটে বদলি হন এ মৌসুমে লিভারপুল ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়া স্টিভেন জেরার্ড। তবে এর তিন মিনিট পরেই আগে হলুদ কার্ড পাওয়া স্বাগতিক ফুটবলার লিয়াম বিডকার্ড আবারো ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখান। আর দশ জনের দলে পরিণত হয় সান্ডারল্যান্ড।

তবে স্বাগতিকরা খেলার বাকি সময় কয়েকটি প্রচেষ্টা চালালেও তা ব্যর্থ হয় লিভারপুল ডিফেন্ডারদের সামনে। পাশাপাশি গতবারের রানারআপ দলটিরও কয়েকটি অক্রমণ বিফলে যায়। ফলে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।