ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ক্যারিয়ারের ১০০০ জয়ে ‘এলিট ক্লাবে’ ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ক্যারিয়ারের ১০০০ জয়ে ‘এলিট ক্লাবে’ ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন ইন্টারন্যাশনালে মিলোস রাউনিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ক্যারিয়ারের ১০০০তম জয় পেলেন টেনিস তারকা রজার ফেদেরার। আর এ জয়ের পর টেনিসের ‘এলিট ক্লাবে’ প্রবেশ করলেন এ সুইস তারকা।



এর ‍আগে শুধুমাত্র জিমি ক্যানরস ও ইভান লেন্দল এ কৃতিত্ব অজর্ন করেছিলেন। তবে এদিন ১৭ বারের গ্রান্ডস্লাম জয়ীকে এ কৃত্বি গড়তে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে। তিনি কানাডিয়ান রাউনিকের বিপক্ষে ৬-৪, ৬-৭(২/৭) ও ৬-৪ সেটে এ জয় পান।

এদিকে এ জয়ের ফলে অ‍াজ থেকে মেলবোর্নে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে নিজের প্রস্তুতিটাও ভালো ভাবে সেড়ে নিয়েছেন ফেদেরার।

ক্যারিয়ারের এমন কৃতিত্ব গড়ার পর উচ্ছাসিত হয়ে ফেদেরার বলেন, ‘কোন সন্দেহ নেই এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত। আমি ক্যারিয়ারে ‍অনেক ম্যাচ খেলেছি। তবে এ ১০০০ জয়ের রাত আমার কাছে অনেক কিছু। আমি কখনোই এ ম্যাচকে ভূলতে পারবো না। ’

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।