ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ন্যুয়ের ইতোমধ্যেই ব্যালন ডি’অর জিতেছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
ন্যুয়ের ইতোমধ্যেই ব্যালন ডি’অর জিতেছে ম্যানুয়েল ন্যুয়ের

ঢাকা: আজ রাতেই নির্ধারিত হয়ে যাচ্ছে কার হাতে উঠবে ফিফা ব্যালন ডি’অরের পুরস্কারটি। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হবে পুরস্কারটি।



এবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এবং বিশ্বকাপ জয়ী জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের।

তবে, এ তিনজনের মাঝে একজনকেই এগিয়ে রাখছেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। বায়ার্নের হয়ে খেলা ন্যুয়েরের হাতে এ পুরস্কার না উঠলেও গার্দিওলা জানিয়েছেন, তার শিষ্য ইতোমধ্যেই ব্যালন ডি’ অরের পুরস্কার জিতে ফেলেছে।

এ প্রসঙ্গে গার্দিওলা বলেন, ন্যুয়েরকে আমি উপদেশ দিতে চাই, ‘কখনো চিন্তা কোরো না ব্যালন ডি’ অরের পুরস্কার পাচ্ছো, কি পাচ্ছো না। সেখানে যাও আর বিষয়টি উপভোগ করো। কারণ তুমি ইতোমধ্যেই সে পুরস্কারটি জিতে নিয়েছো। ’ আমি গতবার ফ্রাঙ্ক রিবেরিকেও একই উপদেশ দিয়েছিলাম।

তিনি আরো যোগ করেন, যদি ন্যুয়ের এ পুরস্কারটি জিতে, তাহলে সেটি বেশ ভালো হবে। আর যদি না জিতে, তাহলেও সে গর্ব অনুভব করবে। কারণ বিশ্বের সেরা তিনজনের মাঝে সে একজন।

জার্মানদের হয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ন্যুয়ের ব্যালন ডি’অর জিতলে সেটি হবে নতুন রেকর্ড। কারণ ১৯৬৩ সালে রাশিয়ান গোলরক্ষক লেভ ইয়াসিন জিতেছিলেন বর্ষসেরার পুরস্কার। তার পর আর কোন গোলরক্ষক ফিফা বর্ষসেরা হতে পারেননি।

বিশ্বের জাতীয় ফুটবল দলগুলোর কোচ এবং অধিনায়করা বছরের শ্রেষ্ঠ ফুটবলার নির্বাচনে ভোট দিয়েছেন। এছাড়া ভোট দিয়েছেন বিশ্বের বাছাই করা শীর্ষ ফুটবল সাংবাদিকগন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।