ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এনরিকের ওপর আস্থা রাখছেন ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এনরিকের ওপর আস্থা রাখছেন ইনিয়েস্তা

ঢাকা: বার্সেলোনার কোচ লুইস এনরিক নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছেন। বেশিরভাগই তার বিপক্ষে।

তবে, এবার তার পক্ষ নিলেন বার্সার তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত এনরিকই আমাদের প্রাণশক্তি। কোচ হিসেবে তিনিই সব নিয়ন্ত্রণ করেন।

সম্প্রতি কোচের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক ভালো যাচ্ছে না, এ মর্মে অনেক খবরই বিশ্বমিডিয়ায় উঠে আসে। ইতোমধ্যেই বার্সা প্রেসিডেন্ট জোসেপ বার্তোমেউ পরিষ্কার করে বলেছিলেন, মেসি বা এনরিক কেউই বার্সা ছাড়ছেন না। আর মেসি নিজেও বলেছেন, তার ক্লাব ছাড়ার গুঞ্জন সম্পূর্ণ মিখ্যা ও বানোয়াট।

ইনিয়েস্তা জানান, কোচের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। এনরিকই ক্যাম্প ন্যুর চালিকাশক্তি। কারণ, তিনি দলের কোচ। তিনিই সবকিছু নিয়ন্ত্রণের অধিকার রাখেন। তাকে ঘিরে উঠা বিতর্কের কোনো মানে হয় না।

বার্সা মিডফিল্ডার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি কোচই হচ্ছেন গুরু। তিনিই দলের মূল নেতা। কোচ হিসেবে এনরিক দলের চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তিনি আমাদের কাছ থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ’

এ স্প্যানিশ ফুটবলার আরো বলেন, ‘গতকাল রাতে আমরা বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছি। ঐ ম্যাচে মেসি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছে। আশা করছি, এ জয়ের ফলে মেসি ও এনরিককে ঘিরে আলোচনার সমাপ্তি ঘটবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘন্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।