ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
তিন ফরম্যাটেই শীর্ষে সাকিব সাকিব আল হাসান

ঢাকা: ক্রিকেটের সব ফরম্যাটেই এখন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের জয়জয়কার। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের ঠিক এক মাস আগে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিয়ের শীর্ষে উঠলেন সাকিব।



টেস্ট, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডের অলরাউন্ডার র‌্যাংকিয়ের শীর্ষ আসনটাও নিজের করে নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। বর্তমানে সাকিবই ইতহাসের একমাত্র ক্রিকেটার যিনি একই সময়ে তিন ফরম্যাটের অলরাউন্ডার র‌্যাংকিয়ের শীর্ষে রয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিয়ের সব ফরম্যাটের ক্রিকেটেই সাকিবকে শীর্ষে দেখা যায়।

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ভারনন ফিল্যান্ডার ও ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিয়ের শীর্ষে ওঠেন সাকিব। সাকিব, ফিল্যান্ডার ও অশ্বিনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩৯৮, ৩৪১ ও ৩১৮।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিয়ে সাকিবের পেছনে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিব, হাফিজ ও ম্যাথিউজের রেটিং পয়েন্ট যথাক্রমে ৪০৩, ৩৯৭ ও ৩৯৫।

অন্যদিকে ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানেরই দুজন ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৭৭ রেটিং পয়েন্ট পেয়ে সাকিব শীর্ষে। হাফিজ ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং আফ্রিদি ৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।