ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সাকিবে মুগ্ধ আইসিসি সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
সাকিবে মুগ্ধ আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাকিব আল হাসান

ঢাকা: টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠা সাকিব আল হাসানের ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সংবাদ সম্মেলনে আইসিসি সভাপতি নানা প্রসঙ্গ তুলে সাকিবের প্রশংসা করেন।



একই সঙ্গে তিনি সাকিবের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

বিশ্বে এই প্রথম কোনো ক্রিকেটার সব ফরম্যাটেই শীর্ষ স্থান অর্জন করলো। এ প্রসঙ্গে আইসিসি সভাপতি বলেন, সাকিব সব ফরম্যাটেই সেরা- এটা কম অর্জন নয়। এটা আমাদের দেশের জন্য একটি ভালো খবর। সবাই ওর (সাকিব) জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন, আমরা দেশে অসংখ্য সাকিব-তামিম তৈরি করতে চাই। সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।

অলিম্পিকের জন্যও বাংলাদেশের পরিকল্পনা আছে জানিয়ে মুস্তফা কামাল বলেন, অলিম্পিক খেলায় সোনা জয়ের জন্য আমরা শিগগিরই প্রকল্প নিয়ে আসবো।

এই প্রকল্পের আওতায় সাভার বিকেএসপি’তে দুটি বিল্ডিং তৈরি করবো। সেখানে একটিতে ছেলেরা এবং অপরটিতে মেয়েরা ২৪ ঘণ্টাই টেবিল টেনিস ও ব্যাটমিন্টন খেলার সুযোগ পাবেন। তাহলে ভবিষ্যতে আমরা টেবিল টেনিস ও ব্যাটমিন্টনে অলিম্পিক সোনা জয় করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।