ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসির ভোট পেয়েছেন মরিনহো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
মেসির ভোট পেয়েছেন মরিনহো! ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা বর্ষসেরা কোচের চূড়ান্ত তালিকার কাউকেই ভোট দেননি লিওনেল মেসি। তার দেওয়া তিনটি ভোট পেয়েছেন স্বদেশী আলেহান্দ্রো সাবেলা, বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা ও চেলসির কোচ হোসে মরিনহো।



এটা আশ্চর্যই বটে। মেসি যে তিনজনকে ভোট দিয়েছেন তাদের কেউই বর্ষসেরা কোচের সেরা তিনে নেই। কিন্তু, ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো নিজের মূল্যবান ভোট নষ্ট করেননি। চূড়ান্ত তালিকার তিনজনই পেয়েছেন তার ভোট। তার প্রথম পছন্দ ছিল কার্লো আনচেলত্তি। এরপরেই আছেন দিয়েগো সিমিওনি ও জোয়াকিম লো।

ব্রাজিল সেনশেসন নেইমার কিন্তু যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়েছেন। তার প্রথম ভোটটি পড়েছে জার্মান কোচ লোর বাক্সে। দ্বিতীয় ও তৃতীয় ভোটটি দিয়েছেন পেপ গার্দিওলা ও লুইস ফন গালকে।

রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস আনচেলত্তিকে বেছে নিয়েছেন তার পছন্দের তালিকার শীর্ষে। সেরা কোচ হওয়া লো রয়েছেন দ্বিতীয় পছন্দ হিসেবে এবং তিন নম্বর ভোটটি দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে।

এ থেকে একটি বিষয় প্রতীয়মান হয় যে, সবার ভোটই চূড়ান্ত তালিকায় থাকা কারো না কারো পক্ষে পড়েছে। এর মধ্যে ব্যতিক্রম শুধু মেসি। তিনিই একমাত্র ফুটবলার যিনি কিনা শীর্ষ তিন কোচের কাউকেই ভোট দেননি। তার মানে কি মেসি ভোট দেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখেন নি!

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।