ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ছেলের হাতে ব্যালন ডি’অর দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
ছেলের হাতে ব্যালন ডি’অর দেখছেন রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যালন ডি’অর পুরস্কার নেওয়ার সময় রোনালদোর সঙ্গে তার ছেলে উপস্থিত ছিল। বর্ষসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড হাতে পেয়েই রোনালদো জানিয়েছেন, একদিন নিজের ছেলের হাতে ব্যালন ডি’অর পুরস্কার তুলে দিবেন।

অবশ্য, সেটি অনেক পরের বিষয়। ছেলের বয়স যে মাত্রই চার।

রোনালদো এ নিয়ে তৃতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলার হয়েছেন। এবার পেছনে ফেলেছেন লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়ারকে। তবে, ভবিষ্যতে আবারো ব্যালন ডি’অর পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রোনালদো এবং সেইসঙ্গে মেসিকে ছোঁয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। মেসি ইতোমধ্যেই চারবার ব্যালন ডি’অর জিতেছেন।

ব্যালন ডি’অরজয়ী রোনালদো এক সাক্ষাৎকারে বলেন, ‘ভবিষ্যতে আমি আমার ছেলের হাতে ব্যালন ডি’অর ট্রফি তুলে দিতে চাই। একদিন হয়তো আমার এ ইচ্ছা সত্যি হবে। ’

উল্লেখ্য, সোনায় মোড়ানো ব্যালন ডি’অর ট্রফ্রি পাওয়ার পর হীরাখচিত বুট পেয়েছেন রোনালদো। এ পর্তগিজ তারকার স্পন্সর ‘নাইকি’ তাকে এ বুট জোড়া উপহার দেন। মূলত, অসাধারণ ‍একটি বছর পার করার পুরস্কারস্বরুপ নাইকির পক্ষ থেকে এ উপহার পান রোনালদো।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।