ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ডোপ টেস্ট করতে গিয়ে ফুটবলার অসুস্থ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ডোপ টেস্ট করতে গিয়ে ফুটবলার অসুস্থ সংগৃহীত

ঢাকা: এশিয়ান কাপে ইরাকের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া জর্ডান ফুটবল দলের স্ট্রাইকার হায়েলকে ডোপ টেস্ট করাতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে জর্ডান ফুটবল ফেডারেশন।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাগণ ম্যাচ শেষে জর্ডান দলের ডোপ টেস্ট করাতে গেলে এমনটি ঘটে।



ডোপ টেস্ট করার জন্য জর্ডানের এ স্ট্রাইকাকে একটি ঠান্ডা কক্ষে প্রবেশ করান মাদক নিয়ন্ত্রণ কর্তাগন। এ সময় প্রচুর ঠান্ডায় হায়েল কক্ষের ভেতরেই বমি করে দেন। পরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হোটেল রুমে ফিরিয়ে আনা হয়।

৩০ বছর বয়সী হায়েল প্রসঙ্গে জর্ডান ফুটবল এসোসিয়েশন থেকে জানানো হয়েছে, হায়েল প্রচুর দুর্বল হয়ে পড়েছে। সে হাইপোথারমিয়ায় ভুগছে। ডোপ টেস্ট করানোর জন্য তাকে প্রচুর পানি করানো হয়। যে কারণে হায়েল অসুস্থ হয়ে পড়েন। এশিয়ান কাপের পরের ম্যাচে তাকে খেলানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, এশিয়ান ফুটবল এসোসিয়েশন হায়েলকে ম্যাচের পরপরই ডোপ টেস্টের জন্য ডেকে নিয়ে যায়। একজন ফুটবলার ৯০ মিনিট মাঠে খেলার পর প্রচুর পানি পান করলে অসুস্থ হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। হোটেলে ফেরার পথে সে গাড়িতেই অজ্ঞান হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, ১৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।