ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল শনিবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল শনিবার ছবি: সংগৃহীত

ঢাকা: নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্ততকারী ব্র্যান্ড ওয়ালটনের আর্থিক সহযোগিতায় ‘ওয়ালটন নড়াইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫’ এর ফাইনাল খেলায় মুখোমুখি হবে নড়াইল সদর উপজেলা একাদশ ও কালিয়া পৌরসভা ফুটবল একাদশ দল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে কালিয়া পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলে পরাজিত করে মালিয়া ফুটবল একাদশ দলকে।

অন্যদিকে, দ্বিতীয় সেমিতে ১-০ গোলে লোহাগড়াকে পরাজিত করে ফাইনালে উঠে নড়াইল সদর উপজেলা ফুটবল একাদশ।

নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শনিবার বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন নড়াইল জেলা প্রশাসক জনাব আ: গাফ্ফার খান।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।