ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হকি তারকা জুম্মন লুসাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হকি তারকা জুম্মন লুসাই জুম্মন লুসাই

সিলেট: জুম্মন লুসাই। যার নামের আদ্যোপান্ত জুড়ে রয়েছে খ্যাতি।

আশির দশকে আন্তর্জাতিক হকি অঙ্গনে মাঠ কাঁপানো সাবেক হকি তারকা জুম্মন লুসাই গুরতর অসুস্থ। তাকে বাংলাদেশ মেডিকেলের লাইফ সাপোর্টে (আইসিইউতে) রাখা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেল পৌনে ৪টায় ঢাকা আবাহনী ক্লাবে নিজ কক্ষে স্ট্রোক করলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরতর বলে জানিয়েছেন তারই সহকর্মী বন্ধু সাবেক তারকা হকি খেলোড়ে হারুন।
 
জুম্মন লুসাইকে শুধু তারকা খেলোয়াড় বললেই ভুল হবে। বাংলাদেশের হকি খেলার ইতিহাসে যদি পাঁচজন সেরা হকি খেলোয়াড় বাছাই করা হয়, তাহলে জুম্মনের নাম উচ্চারিত হবে।

বাংলাদেশের সাবেক হকি তারকা জুম্মন লুসাই। তার অসাধারণ নৈপুণ্যের কারণে ১৯৮৫ সালে জুম্মন লুসাই বিশ্ব হকি একাদশে সুযোগ পেয়েছিলেন। এ অনন্য কীর্তি তাকে বসিয়েছে সম্মানের উচ্চ শিখরে। জুম্মন লুসাই ছিলেন অনেক খেলোয়াড়ের স্বপ্নের নায়ক। তিনিও খেলতেন ডিফেন্সে।

দীর্ঘদিন জাতীয় হকি দলে খেলেছেন তিনি। ছিলেন ফুলব্যাক খেলোড়ে। বাংলাদেশের হকিতে পেনাল্টি কর্নারের জন্য পারদর্শী (স্পেশালিষ্ট) বলা হতো তাকে। জুম্মন লুসাই বাংলাদেশের প্রথম হ্যাট্রিকম্যান। ঢাকায় ৮৫ সালে দ্বিতীয় এশিয়া কাপ হকিতে ইরানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন তিনি।

১৯৮৯ সালে শেষবার জাতীয় দলে খেলেছে এশিয়া কাপ হকিতে। ৯৬ সাল পর্যন্ত ক্লাব হকি খেলেছেন নিবেদিত প্রাণ জুম্মন লুসাই। তার বড় ভাই ধনধন লুসাই পুলিশে হকি খেলেছেন। পরে তিনি পুলিশের কর্মকর্তা হয়েছিলেন।

জুম্মন লুসাইয়ের পরিবার এক ঐতিহ্যবাহী হকি পরিবার। তাদের পরিবারে বেশ ক’জন হকি খেলতেন। ছোট ভাই জুবেল লুসাই হকি খেলেছেন আবাহনীর জার্সি গায়ে। জুম্মন লুসাইয়ের বেয়াই রামা লুসাই সতের নম্বর জার্সি গায়ে সমান তালে হকি এবং ফুটবল খেলেছেন মোহামেডানে। সিলেটে আদিবাসি লুসাই পরিবারে জন্ম নেওয়া জুম্মন লুসাই জীবন ধারণ করেছেন খুবই সাদাসিধে।

তার খেলার জীবনে ‘৮৫ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন। হকি ফেডারেশনের ৪০ বছর পূর্তিতে আজীবন সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়া দেশের মূল জনস্রোতের বাইরের একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছেন জুম্মন লুসাই।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।