ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অ্যাতলেটিকোতেই সেরা তোরেস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
অ্যাতলেটিকোতেই সেরা তোরেস ফার্নান্দো তোরেস

ঢাকা: বার্য়ান মিউনিখ কোচ পেপ গার্দিওয়ালা বিশ্বাস করেন, অ্যাতলেটিকো মাদ্রিদের জন্যই ফার্নান্দো তোরেসই সেরা। স্প্যানিস ক্লাবটিতে ফিরে তোরেস কোপা দেল রের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি গোল করেন।



রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে দলটি পরে ২-২ গোলে ড্র করে। সেই সঙ্গে লা রোজারা প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকার সুবাদে ৪-২ গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

দুবাইতে বার্সেলোনার সাবেক কোচ বলেন, ‘ সে একজন তারকা ফুটবলার। সে জানে এ ক্লাবটি তার কাছে অনেক কিছু। সে আসলে এই দলের জন্যই সেরা। ’

গার্দিওয়ালা আরো বলেন, ‘দিয়েগো সিমিওন আক্রমণাত্বক ফুটবল পছন্দ করেন। পাশাপাশি আক্রমণাত্বক ফুটবলের জন্য তোরেস এ দলের সেরা। আর সে এই দলের খেলা সম্পর্কে আগে থেকেই অভ্যস্ত। ’

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।