ঢাকা: আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিতে দেখা যাবে না দলটির নিয়মিত অধিনায়ক নেইমারকে। মেক্সিকোর বিপক্ষে সে ম্যাচের দিন নেইমার খেলবেন তার ক্লাব বার্সেলোনার হয়ে।
আগামী ৭ জুন মেক্সিকোর বিপক্ষে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচ রয়েছে সেলেকাওদের। সেদিন বার্লিনের মাঠে ট্রেবল জয়ের মিশনে বার্সার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নামবেন নেইমার। তাই ব্রাজিলের এ ম্যাচে থাকছেন না তিনি।
ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, নেইমার জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি খেলবে। ম্যাচ শেষে তিনি ব্রাজিল সতীর্থদের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। যদিও কোপা আমেরিকাকে সামনে রেখে সেলেকাওদের ট্রেইনিং ক্যাম্প শুরু হয়ে গেছে।
ব্রাজিল ফেডারেশন থেকে আরও জানানো হয়, কার্লোস দুঙ্গার স্কোয়াডে থাকা ২৫ জন ফুটবলারের মধ্যে প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না তিনজন। তাদের মধ্যে একজন বার্সার নেইমার, শাখতার দোনেস্কের মিডফিল্ডার ডগলাস কস্তা এবং আল-আহির প্লে-মেকার এভারটন রিবেরিও।
চিলিতে ১১ জুন থেকে শুরু হয়ে কোপা আমেরিকার আসরটি শেষ হবে ৪ জুলাই। ব্রাজিলকে গ্রুপ পর্বে লড়তে হবে কলম্বিয়া, পেরু আর ভেনেজুয়েলার বিপক্ষে। তার আগে ৭ জুন প্রস্তুতি ম্যাচে সাও পাওলোতে মেক্সিকোর বিপক্ষে খেলে ১০ জুন নেইমার বাহিনী পোর্তো আলেগ্রিতে খেলবে হন্ডুরাসের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর