ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

রিয়ালের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন বেনিতেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুন ৩, ২০১৫
রিয়ালের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন বেনিতেজ ছবি: সংগৃহীত

ঢাকা: নাপোলির সাবেক কোচ রাফা বেনিতেজ আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন। প্রত্যাশিত ভাবেই তাকে রিয়ালের দায়িত্ব দেওয়া হল।

ক্লাব থেকে বেনিতেজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ মৌসুমে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার কোনোটিতেই শিরোপার স্বাদ নিতে পারে নি রিয়াল। ফলে, ক্লাব কর্তৃপক্ষ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে। এরপরই বেনিতেজকে প্রস্তাব করে রিয়াল কর্তৃপক্ষ।

২০১৮ সাল পর্যন্ত তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নাপোলি, চেলসি, ইন্টার মিলান, লিভারপুল আর ভ্যালেন্সিয়াকে কোচিং করানো বেনিতেজ।

৫৫ বছর বয়সী বেনিতেজ ১১ বছর পর স্পেনে আবারো ফিরলেন। ২০০২-০৪ সাল পর্যন্ত তিনি ভ্যালেন্সিয়ার দায়িত্বে ছিলেন। সে সময়ে স্প্যানিশ এ দলটিকে তিনটি শিরোপা পাইয়ে দিয়েছিলেন বেনিতেজ। লিভারপুলকে চারবার শিরোপা জেতানো বেনিতেজ ইন্টারকে দুইবার, চেলতিকে একবার আর নাপোলিকে দুইবার মেজর শিরোপা পাইয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।