ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

সানিয়া-হিঙ্গিসের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ৩, ২০১৫
সানিয়া-হিঙ্গিসের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে থেকে ছিটকে গেলেন। সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসকে নিয়ে প্যারিসের এ টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন তিনি।



ইন্দো-সুইস পার্টনার সানিয়া-হিঙ্গিস শেষ আটের লড়াইয়ে হেরেছেন সরাসরি সেটে। বেথাইনি মাতেক আর লুসি সাফারোভা জুটির কাছে ৫-৭, ২-৬ সেটে হেরেছেন সানিয়ারা।

২০১১ সালের ফ্রেঞ্চ ওপেনে সানিয়া ফাইনালে উঠেছিলেন। সেরা পারফর্ম করে শিরোপাও জিতেছিলেন ভারতীয় এ টেনিস তারকা। এছাড়া মিক্সড ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনে ২০০৯ সালে শিরোপার স্বাদ পান তিনি। ২০১২ ফ্রেঞ্চ ওপেন আর ২০১৪ ইউএস ওপেনের শিরোপার স্বাদও নিয়েছিলেন সানিয়া।

তবে, ২০১৫ সালটি ভালো ভাবে কাটানো সানিয়াদের ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে দিলেন আমেরিকা-চেক জুটি বেথাইনি-সাফারোভা জুটি।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।