ঢাকা: ইতালিয়ান জায়ান্ট দল জুভেন্টাসকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়তে হবে স্প্যানিশ জায়ান্ট দল বার্সেলোনার বিপক্ষে। তবে, ইতালির সাবেক তারকা ফুটবলার মার্কো মাতেরাজ্জি জানিয়েছেন, বার্সার বিপক্ষে না খেলে একমাত্র মেসির বিপক্ষে খেললেই শিরোপার স্বাদ নেওয়া সম্ভব।
শুধু তাই নয়, জুভিদের মেসিকে আটকানোর পথও বাতলে দিয়েছেন বিশ্বমঞ্চে ফ্রান্সের গ্রেট ফুটবলার জিনেদিন জিদানের মাথা দিয়ে ‘ঢুস’ খাওয়া মাতেরাজ্জি।
ক্লাব পর্যায়ে ৪৯৬ ম্যাচ খেলা ইন্টার মিলানের সাবেক এ সেন্টার-ব্যাক জুভেন্টাসের ফুটবলারদের বলেছেন, আমার মত হলো বার্সার বিপক্ষে না খেলে শুধু মেসির বিপক্ষেই খেলো। ম্যাচের পুরো ৯০ মিনিট প্রাথর্না করো আর মেসিকে আটকাতে ফাউল (অবৈধ বাধা) করো।
ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) চেন্নাইয়ের হয়ে খেলা এবং কোচিং করানো ৪১ বছর বয়সী মাতেরাজ্জি বলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একমাত্র মেসিই পারবে দুই দলের ম্যাচের ফল ঘুরিয়ে দিতে। যদি জুভিরা তাকে সুযোগ না দেয়, তাহলে নিজেরাই সুযোগ পাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে।
কোপা দেল রে, লা লিগার শিরোপা জেতা বার্সাকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১২ ম্যাচে ১০ গোল করে গোলদাতার শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১০ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, ফাইনালে একটি মাত্র গোল করলেই রোনালদোকে টপকে এককভাবে শীর্ষে থাকবেন মেসি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৩ জুন ২০১৫
এমআর