ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের ভেফারিট দল আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসিকে ‘বুড়ো আঙ্গুল’ দেখিয়ে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াতে থাকার কথা জানিয়েছিলেন হোসে গ্যায়া। এমনকি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের প্রাথমিক প্রস্তাবকেও নাকচ করে দেন তিনি।
স্পেনের উঠতি এ তারকা এবার সুযোগ পেয়েছেন দেশের জার্সি গায়ে জাতীয় দলে খেলার। সদ্য ২০ বছরে পা রাখা স্প্যানিশ এ তরুনকে নিয়ে ব্যাপক হইচই পড়ে গিয়েছে দেশটির ফুটবলপ্রেমীদের মাঝে। অনেকে তাকে স্প্যানিশ ফুটবলের ক্ষুদে জাদুকর বলে ডাকতে শুরু করেছেন।
লেফটব্যাক পজিশনে খেলা গ্যায়া ভালেন্সিয়ার হয়ে ৪২ ম্যাচ খেলেছেন। ২০১২ সালে ক্লাবটিতে যোগ দিয়ে ‘বি’ দলের হয়ে মাঠে নেমেছেন আরও ৬৫ ম্যাচে। স্পেনের অনূর্ধ্ব-১৭ থেকে অনূর্ধ্ব-২১ দলের নিয়মিত সদস্য ছিলেন।
কোস্টারিকা আর বেলারুশের বিপক্ষে দল ঘোষণা করেছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বক্স। তার দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন গ্যায়া।
জাতীয় দলে সুযোগ পেয়ে দারুণ আনন্দিত গ্যায়া বলেন, মনে হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলেছে। জাতীয় দলের হয়ে নিজের সেরাটা বিলিয়ে দিতে চাই।
তিনি আরও যোগ করেন, আমি জানি জাতীয় দলের হয়ে টিকে থাকতে হলে লড়াই চালিয়ে যেতে হবে। আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। এটাও জানি খুব একটা কষ্টকর হবে না জাতীয় দলে নিজেকে মানিয়ে নিতে। কারণ, দলের সিনিয়ররা তাদের জুনিয়রদের যথেষ্ট সহায়তা করেন। কোস্টারিকা আর বেলারুশের বিপক্ষে মাঠে নামতে পারলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর