ঢাকা: 'ব্রিজ খেলা খারাপ নয়, অনেকেই বলেন ব্রিজ খেলে থাকে খারাপ মানুষ। কিন্তু ধারণাটি ভুল।
প্রতি বছর জুনের প্রথম শুক্রবার বিশ্ব ব্রিজ দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় আগামীকাল ৫ জুন (শুক্রবার) এ দিনটিকে বিশ্ব ব্রিজ ফেডারেশনের ১২৩ টি সদস্য দেশ পালন করবে। বাংলাদেশেও বিশ্ব ব্রিজ কনটেস্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০৪ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এটি বিশ্ব ব্রিজের ২৯তম আসর। একই দিন বাংলাদেশসহ বিশ্বের ১২৩ টি দেশে খেলাটি হবে। এ আসরকে উৎসর্গ করা হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ নেপালের দুর্গত মানুষের জন্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনরে সভাপতি মুশফিকুর রহমান মোহন। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মো: আলমগীর, সহ-সভাপতি আব্দুর জলিল মিয়া, সাধারণ সম্পাদক লে: কর্নেল মোবারক হোসেন ও টুর্নামেন্ট কমিটির প্রধান আজিজুর রহমান।
ফেডারেশনরে সভাপতি মুশফিকুর রহমান মোহন বলেন, 'আমরা চাই ব্রিজকে সারা দেশে ছড়িয়ে দিতে। আমরা একটি নতুন কমিটি গড়ে ব্রিজ ফেডারেশনের দ্বায়িত্ব নিয়েছি। ব্রিজের উন্নয়নে আমরা কাজ করে যাবো। সেই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সচেষ্ট থাকবো। '
প্রতিযোগিতায় ১০০ জন খেলোয়াড় অংশে নিচ্ছেন। প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী খেলোয়াড় পাচ্ছেন ট্রফি ও তৃতীয় স্থান অধিকারী পাচ্ছেন ৫ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে ব্রিজ ফেডারেশনে পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফুটবলার তানভীর চৌধুরীর চিকিৎসার জন্য ব্রিজ ফেডারেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মো: আলমগীর ২৬ হাজার টাকার চেক তুলে দেন প্রবীন সাংবাদিক মনজুরুল হকের হাতে।
শুক্রবার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স অডিটরিয়ামে টুর্নামেন্টের খেলা শুরু হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করবেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
ইয়া/এমআর