ঢাকা: চলতি সময়ে বিশ্ব ফুটবল মেসিকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও কোনো শিরোপার দেখা না পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো আর্জেন্টাইন তারকাকে টপকে লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। তবে, সেটি শুধুমাত্র গত মাসের সেরা।
পর্তুগাল অধিনায়ক স্প্যানিশ লা লিগায় ২০১৫ সালের মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
কোপা দেল রে, লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের কোনো শিরোপা জিততে পারেনি রোনালদোর রিয়াল মাদ্রিদ। তবে, দলীয় কিছু না জুটলেও ব্যক্তিগত পারফর্মে রোনালদো ছিলেন দারুণ উজ্জ্বল। মৌসুমে আটটি হ্যাটট্রিক করেছেন ব্যালন ডি অর জয়ী রোনালদো।
মে মাসে খেলা সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই তিনি হ্যাটট্রিক করেন। তার হ্যাটট্রিক গুলো আসে সেভিয়া, এসপানিওল আর গেটাফের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের আসরে ১২ ম্যাচে ১০ গোল করে মেসির সঙ্গে যৌথভাবে রোনালদো শীর্ষে রয়েছেন। তবে, লা লিগার আসরে তিনি ৩৫ ম্যাচে সর্বোচ্চ ৪৮ গোল করেন। যেখানে মেসির গোলসংখ্যা ৪৩টি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর