ঢাকা: নিউজিল্যান্ডে আয়োজিত ফিফা অনূর্দ্ধ-২০ বিশ্বকাপের আসরে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং জার্মানি। ব্রাজিল হারায় হাঙ্গেরিকে আর জার্মানি হারিয়েছে উজবেকিস্তানকে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হাঙ্গেরিকে ২-১ গোলে হারায়। প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় সেলেকাওরা। ম্যাচের অষ্টম মিনিটে বেন্স মার্ভোর গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। প্রথমার্ধের ১৬তম মিনিটে দলটির ফুটবলার ক্রিস্টিয়ান তামাস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে নয় জনের দলে পরিণত হয় হাঙ্গেরি।
বিরতি থেকে ফিরে এর সুযোগ নিয়ে ম্যাচের ৫০তম মিনিটে দানিলোর গোল সমতায় ফেরে ব্রাজিল। খেলার ৮৬তম মিনিটে পেনাল্টির সুযোগ নিয়ে গোল করে সেলেকাওরা। পেনাল্টি থেকে গোল করেন আন্দ্রেস পেরেইরা। বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-অস্কার-কাকা জুনিয়ররা।
এর আগে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হারায় আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে।
এদিকে দিনের অপর ম্যাচে জয় পেয়েছে জার্মানি। উজবেকিস্তান যুবাদের ৩-০ গোলে হারিয়েছে জার্মান যুবারা। দলের হয়ে জোড়া গোল করেন মার্ক স্টেনদেরা। অপর গোলটি করেন কেভিন আকপোগুমা। নিজেদের প্রথম ম্যাচে জার্মানি ৮-১ গোলের বড় ব্যবধানে জয় পায় ফিজির বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর