ঢাকা: আর্জেন্টিনাকে হটিয়ে ফিফা র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এলো বেলজিয়াম। একধাপ এগিয়ে ইউরোপের দেশটির ফুটবল ইতিহাসে এটিই সর্বোচ্চ অবস্থান।
মার্ক উইলমোস্টের বেলজিয়াম সম্প্রতি কোন ম্যাচ খেলেনি। তবে পূর্বের ফলাফলের ওপর ভর করে দ্বিতীয় অবস্থানটি নিশ্চিত করে ভিনসেন্ট কোম্পানিরা।
আগামী রোববার ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে সে দেশে বেলজিয়াম। আর এরই মধ্যে ফরাসিরাও দুই ধাপ এগিয়ে নয় নম্বর পজিশনে অবস্থান করছে।
চতুর্থ অবস্থানে থেকে ব্রাজিলের ওপরে আছে কলম্বিয়া। নেইমারের দলটি রয়েছে শীর্ষ পাঁচে। আর সেরা দশে পরের অবস্থান গুলোতে নেদারল্যান্ডস, পর্তুগাল, উরুগুয়ে, ফ্রান্স ও স্পেন।
সুইজারল্যান্ড দুই ধাপ পিছিয়ে নয় থেকে ১১ নম্বরে অবনমন হয়েছে। তবে নিজেদের ১৩ অবস্থান ধরে রেখেছে ইতালি। কিন্তু একধাপ পিছিয়ে ১৫তম অবস্থানে চলে গেছে ইংল্যান্ড।
এদিকে তিনধাপ উন্নতি হয়ে ১৬৬তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে ভারত (১৪১)।
এবারের র্যাংকিংয়ে সবচেয়ে বড় উন্নতি হয়েছে মাদাগাস্কারের। দলটি ৩৭ ধাপ এগিয়ে ১১৩তম অবস্থানে উঠে এসেছে। আর ৩৮ ধাপ পিছিয়ে সবচেয়ে বাজে অবনতি হয়ে ১৭৮তম অবস্থানে নেমে গেছে মালদ্বীপ।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এমএমএস