ঢাকা: বাংলাদেশ শুটিং ফেডারেশন আয়োজিত চলমান ‘বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতা’য় বৃহস্পতিবার পাঁচটি ইভেন্টে পদক লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে।
গুলশানে অবস্থিত জাতীয় শুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার রাইফেলে (জুনিয়র, মহিলা) বিকেএসপি শুটিং ক্লাবের শারমিন আক্তার ৩৮৮ পয়েন্ট পেয়ে স্বর্ণ, একই ক্লাবের পাপিয়া ইসলাম ৩৮৫ পয়েন্ট পেয়ে রৌপ্য ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তানহিয়াত তাবাসসুম তাহা ৩৮৪ পয়েন্ট পেয়ে তাম্র জিতেছেন।
একই ক্লাবের রিসাতাতুল ইসলাম ৫৮৪ পয়েন্ট পেয়ে রৌপ্য ও স্বরূপ চৌধুরী ৫৮০ পয়েন্ট পেয়ে তাম্র। ২৫ মিটার স্পোর্টস পিস্তলে (মহিলা) আর্মি শুটিং এ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা ৫২৩ পয়েন্ট পেয়ে স্বর্ণ, ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম ৫১৫ পয়েন্ট পেয়ে রৌপ্য ও কুষ্টিয়া রাইফেল ক্লাবের আরদিনা ফেরদৌস আঁখি ৫০৮ পয়েন্ট পেয়ে তাম্র; ৫০ মিটার রাইফেল প্রোনে (মহিলা) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আক্তার ৫৭১ পয়েন্ট পেয়ে স্বর্ণ, ঢাকা রাইফেল ক্লাবের শারমিন আক্তার রত্না ৫৭০ পয়েন্ট পেয়ে রৌপ্য এবং বিকেএসপি শুটিং ক্লাবের উন্মে জাকিয়া সুলতানা ৫৬৯ পয়েন্ট পেয়ে লাভ করেন তাম্র পদক লাভ করেন।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
ইয়া/এমএমএস