ঢাকা: সুইজারল্যান্ডের তিমিয়া বাসিয়ানস্কিকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস। অপর সেমিফাইনালে ফেভারিট আনা ইভানোভিচকে হারিয়ে প্রথম চেক নারী হিসেবে ফাইনাল নিশ্চিত করেছেন লুসি সাফারোভা।
প্রথম সেটে ৪-৬ ব্যবধানে হারলেও পরের দুই সেট বেশ দাপটের সঙ্গেই ৬-৩, ৬-০ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা। আমেরিকান টেনিস তারকা এখন তৃতীয় ফ্রেঞ্চ ওপেন ও ২০তম গ্রান্ড স্লামের শিরোপা জয় থেকে এক ধাপ দূরে।
অপর ম্যাচে অনেকটা আপসেট ঘটিয়ে সেমি থেকে ইভানোভিচকে বিদায় করে দেন র্যাংকিংয়ের ১৩ নম্বরে থাকা সাফারোভা। রোলা গাঁরোয় সরাসরি সেটে ৭-৫, ৭-৫ ব্যবধানে জিতে স্বপ্নের ফাইনালে উঠেন এই চেক টেনিস তারকা। গ্যালারি থেকে বয়ফ্রেন্ড জার্মান ফুটবল তারকা বাস্তিয়ান শোয়েইনস্টেইগার অনবরত সাপোর্ট দিয়ে গেলেও ইভানোভিচ তাকে হতাশ করেন।
শনিবারের ফাইনালে সেরেনাই যে ফেভারিট থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, শিরোপা নির্ধারনী ম্যাচেও যদি সাফারোভা চমক দেখাতে পারেন তাহলে টেনিস ভক্তরাও নিশ্চয় চমকে যাবেন!
বাংলাদেশ সময়: ১০২৯ ঘন্টা, জুন ০৫, ২০১৫
আরএম