ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নাম লেখালেন রাফায়েল বেনিতেজ। সাবেক লিভারপুল কোচ লস ব্লাঙ্কসদের হয়ে আগামী তিন বছরের জন্য চুক্তি করলেন।
বেনিতেজ প্রায় এক দশক পর স্পেনে ফিরলেন। এর আগে তার অধীনে লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া ২০০১ ও ২০০৪ সালে লিগ শিরোপা জিতেছিল। তবে তার কোচিং ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জনটি আসে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগদানের পর।
অল রেডসদের হয়ে কোন লিগ শিরোপা না জিততে পারলেও ২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে দলটি। এছাড়া অ্যানফিল্ডে থেকে তিনি লিভারপুলের হয়ে উয়েফা সুপার কোপা ও এফএ কাপ জিতেন।
রিয়ালের যোগদানের পর বেনিতেজ বলেন, ‘এটি আমার জন্য বিশেষ ও আবেগময় একটি দিন। আমি বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। যার মূলেই ছিল আমার রিয়ালের একদিন ফিরে আসা। ’
এদিকে রিয়ালকে ১০ম বারের মত চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো কোচ কার্লোস আনচেলত্তিকে বহিষ্কার করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে দলটির প্রেসিডেন্ট ফ্লোনেন্টিনো পেরেজকে। তবে রিয়ালের জন্য বেনিতেজকেই সঠিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন পেরেজ।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস