ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

মেক্সিকোর বিপক্ষে অনিশ্চিত রবিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুন ৫, ২০১৫
মেক্সিকোর বিপক্ষে অনিশ্চিত রবিনহো রবিনহোর

ঢাকা: আগামী রোববার ব্রাজিলের শেভ্রোলেট গ্লোবাল ট্যুরের লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দুঙ্গার শিষ্যরা। তবে এ ম্যাচে ইনজুরির কারণে মাঠে নামা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে স্ট্রাইকার রবিনহোর।



গত বুধবার দলের অনুশীলনে সান্তোস তারকা ডান পায়ের হাঁটুতে ব্যাথা পান। পরে হালকা জিম শেষে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

এদিকে এ ম্যাচের আগে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন চেলসি তারকা অস্কার। আর শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ায় বিশ্রাম দেয়া হয়েছে দলের সেরা তারকা নেইমারকে।

রবিনহো মেডিক্যাল টেস্ট শেষে আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকের নজরদারীতে থাকবেন।

সাত জুন সাও পাওলোর অ্যালিয়াঞ্জ পারকুয়ে মেক্সিকোর বিপক্ষে লড়বে ব্রাজিল। আর এক সপ্তাহ পরেই কোপা আমেরিকার লড়াইয়ে পেরুর বিপক্ষে মাঠে নামবে দুঙ্গার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।