ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

খেলা

কোপা চ্যাম্পিয়নদের আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
কোপা চ্যাম্পিয়নদের আরেকটি জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সাফল্যের মধ্যেই এগিয়ে চলছে চিলি ফুটবল দল। আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মত কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে দলটি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পেল চিলিয়ানরা।

সান্থিয়াগো দি চিলিতে স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেন ফিলিপ গুতিরেজ আর একটি গোল করেন দলের সেরা তারকা অ্যালেক্সিস সানচেজ। প্যারাগুয়ের হয়ে একটি করে গোল করেন জোনাথান ফাব্রো ও জর্জ বেনিতেজ।

এদিন খেলার আট মিনিটেই গুতিরেজ গোল করে চিলিকে এগিয়ে দেন। তবে খেলার প্রথমার্ধ আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

বিরতি থেকে ফিরে অবশ্য ম্যাচের ৫১ মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান ফাব্রো। খেলার দ্বিতীয়র্ধের শুরুতেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারীরা। আর ফাব্রোর গোলের দুই মিনিট পরেই লিড নেয় প্যারাগুয়ে। এবার বেনিতেজের দুর্দান্ত গোলে এগিয়ে যায় দলটি(১-২)।

অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি চিলি। খেলার ৬৪ মিনিটে সমতা সূচক গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন গুতিরেজ (২-২)। আর খেলার নির্ধারিত সময়ের আট মিনিট আগে আর্সেনাল তারকা সানচেজ জয় সূচক গোলটি করেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জর্জ সাম্পোলির শিষ্যরা। আর এ সাফল্যের ফলে টানা পাঁচ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে জয় পেল চিলি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।